কি অপরুপ তার সৌন্দর্য
লুকিয়ে রাখছে না কিছু
তার মনের যত অনুভূতি সবই যেনো
এঁকে যাচ্ছে আকাশের কপালে।
বাতাস এসে  চুম্বন দিতেই
রাই চোখ বুঝে গেলো।
জড়িয়ে ধরলে প্রাণ জুড়িয়ে গেলো
শিহরিত হলো তার সারা বদন।
কালো মেঘ জড়িয়ে ধরলে
আকাশ কেঁদে দিলো।
ঐ যে দেখো একপায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছটা
তার উপরে  বসে আছে লক্ষী-প্যাঁচাটা।