ভোরের শিশির ভেজা দূর্বাঘাসে
ঘোমটা পড়া ঝলমলে আলোকরশ্মি সূর্য যেন
দৌড়াচ্ছিল উড়ন্ত মেঘের গলে ফুলমালা পড়িয়ে দিতে।
হঠাৎ গুটিগুটি বৃষ্টি কণা ঝরছে দেখে
কাক আর পাখিদের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলো
শত চেষ্টাতে ও কম্বল আর শীতের সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারছিলাম না।
সারাটা দিন ছিলো সূর্য ডুবা আকাশ
দখিনা হাওয়া বইছিল জমিনের শ্যামলায়।
একরাশ ভালোবাসার চুম্বন উপহার পেলাম
চাঁদনি সন্ধ্যায়।