আমি কেমন করে কবিতা লেখি
জলে ভাসছে আমার দু'আখি।
চারিদিকের দূর্যোগে আমার কবিতার হয়েছে প্রাণহানি
এই কষ্টের মর্মান্তিক অন্তরালে রয়েছে জ্ঞানী গুণী।
প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা যেনো ঘটিয়েছে বিপত্তি
যা চাচ্ছে তাই হচ্ছে করতে পারিনা আপত্তি।
বুকের যন্ত্রনায় আমার দৃষ্টি তলিয়ে যাচ্ছে আঁধারে
কলাগাছের গাফলতিতে কলা খাচ্ছে বাদুরে।
মানুষের জন্য মায়া হয় মানুষ আমার জাতি বলে
গরু-ছাগল বন্যপ্রাণী গুলিকে ভাসতে দেখে জলে।
হৃদয় আমার যাই গো ফেটে পারিনা কিছুই করতে
মানবের সেবা করে আমি চাই মরতে।।