আমার মনে পড়েছি মুখোশ
চোখের দৃষ্টি করে আড়াল,
দেখেও দেখিনা বাঁচাতে চাই প্রাণ।
সকলের মনের চোখে দিয়ে ছানি
নিজেই কখন কাকে কী বলি
এতো অধিকার চাইনা আমি
চাই শুধু মুজিব সেনাদের শান্তি।
লাল-সবুজ পতাকার ছায়াতলে থেকে
যেনো আমরা না হয় পেরেশানি।
ধর্ম কর্ম না করে চাই না কুসংস্কার
হৃদয় যেনো রত থাকে সবসময় প্রার্থনা।
বিচার দিনের স্মরণে যেনো থাকে মনে ভয়
মানুষের জন্য মানুষ আমরা সাম্প্রদায়িক নয়।
আত্মার আত্মায় বেঁধে মোরা
বাঁধবো মানবতার মানববন্ধন।
ঘরে ঘরে পৌঁছে দেবো স্বাধীনতার গৌরব
ত্রিশ লক্ষ শহীদ আত্মার বিনিময়ে আমরা
পেয়েছি লাল সবুজ পতাকা
আমরা সবাই স্বাধীনতার ঘোষক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।