তুমিতো চলেছ সেই কখন থেকে তোমার চেনা পথে
নদী ও আঁকাবাঁকা হয়ে চলছে তার মতে।
যুগের পর যুগ অতিক্রম হলো সুখপাখি ও এলোনা
ফেলে আসা দিনগুলি ও কিছু কাজে আসলো না।
আমি যেনো হয়ে আছি পাহাড়ের পোড়া মাটির মূর্তি
থাকার কথাছিল আকাশের পূর্ণিমা চাঁদের আলোক পূর্তি।
কতো অচেনা মুখকে নিয়েছি আপন করে
কতো অজানা পথকে নিয়েছি জয় করে।
তবু কেনো এলো না আমার জীবনের জয়ধ্বনি
বলতে হয়,শঙখ চিলের থাবায় যা হারিয়েছি
আজ-ও তা ফিরিয়ে আনতে পারিনি।।