এ কেমন অনুভব!
বৃষ্টির রিমঝিম ছন্দের শব্দ যেনো
মানব মনে ছন্দ প্রেমের উদ্ভাবন ঘটায়।
আকাশের বুকে বৃষ্টির বুকফাটা ক্রন্দনের
জল যেনো জমিনকে অভিনন্দন জানিয়ে যায়।
কৃষকেরা মাথায় গামছা বেঁধে কাটে পাকাধান
মাঝি নৌকায় ভরে ধান আনে দেখে বান।
বৃষ্টির জ্বালা সয়ে যায় জমিন আর নদী-খাল
তাদের প্রেমের সম্পর্কে মানবের হয় কাল।
রাস্তা-ঘাট নদী-নালা খাল-বিল বর্ষার জলে যায় ভরে
কখনো বন্যার জলে ভেসে গিয়ে  কতো লোক মরে।
দালান-পাক্কাতে থাকে যারা তারা থাকে ভালা
গরীব দুঃখী আছে যারা তাদের পোহাতে হয় জ্বালা।
গরু-ছাগল, হাস-মুরগী নিয়ে তারা তখন থাকে বিপাকে
আয়-রোজগার নেই বলে তাদের অভাব লেগেই থাকে।
আষাঢের ফুল ফুটে কদম-কেয়া, শিউলি হাস্নাহেনা
কথায় বলে বর্ষাতে ব্যাঙের আর মাছের বিয়ে হয়, নাই কারো অজানা।
শক্ত হাতে ধইরো ছাতা নয়ত বাতাসে নিবে উড়িয়ে
বর্ষাকালে নদীতে না যাই তার যৌবনা রূপের ভয়ে।।