এতগুলো বছর তোমাকে আগলে রাখলাম তুমিও
আমার সাধনার গৃহে, শান্ত রইলেনা তবু তুমি আমার আদরে।
গুপ্ত রহস্যে খেলছ কেবল আসা-যাওয়া গোপনে
সুখে-দুঃখের সাথি তুমি সলাপরামর্শ করেছ সংগোপনে।
মান অভিমান শান্ত- অশান্ত বাউল মনা কখনো বিরহী ভাব
বরিষণের শীতল জলে ডুবিয়ে রাখতে চেষ্টা করেছি কত-শত বার।
আমার ভূবণে বশ মাননি কখনো, তুমি ছিলে ভীষণ স্বাধীন চেতা,
এই অবেলায়, ক্ষমা চেয়ে নিচ্ছি করে দিও ক্ষমা যদি তোমার মনে চায়।