নিশীত নীরব এক অজানা রাতের
ঘুমন্ত স্বপন কালে দেখিয়াছি তারে
সুদর্শন রাজপুত্র দেখিয়া অবাক
উড়ছিল পাখিগুলো সে কিন্তু বুঝেনি
একান্ত ভাবনা মোর তারে ধরে রাখি
লজ্জায় মরে যে মন ইন্দ্রিয় সকল
উপায় কিযে এখন তবে কি করণ
ভালোবাসা মোর ধন সর্বোচ্চ সাধন
দেবতার যে আসন সূফির বাঁধন
বেদনার আঁখির জল মিশেনা সাগরে।