সূর্যের কিরণ ঝরছিল জমিনে ও নদীতে
আমি যেমনি ছিলাম আসনি কেন আমাকে নিতে।
তোমার রুপে মুগ্ধ ছিলাম মনটা ছিলো খুশিতে
আরো ভালো হতো তুমি যদি আমার পাশে থাকতে।
কল করিনি বলে তুমি কি মান করেছ মন পুড়া হাটে
বেলা শেষ সূর্য ডুবে গেলো নৌকা ফিরেছে ঘাটে
এখন কি আর কারো জন্যে অপেক্ষার সময় আছে।
জীবন নামের তরী টি শূন্য হয়ে মুখ ফিরিয়ে কাঁদছে
ঠিক সময়ে আসলে দু'জনে যেতাম দূর দেশে
যোগ-বিয়োগ মিলছে না তুমি আসলে পরিশেষে।
আমি আর যাবো না এই দূরন্ত দামালের সাথে
ফুলের গায়ে কাঁটা বাঁধা কেমনে যাবো সেই পথে
যদি ভালোবাসো চলে এসো আমার সাথে
তুমি আমি বাইবো নৌকা মাঝির দেখা পাইতে।।