'মা' তোমায় দেখি পূর্ণিমা চাঁদের হাসিতে
তোমায় দেখি সকল ফুলের স্নিগ্ধ শোভাতে
তোমায় দেখি কুয়াশা ভেজা স্নিগ্ধ  ভরা সুষমায়
দেখেছি দিন-রজনীর মুক্ত আলোতে উজ্জ্বল প্রখরতায়।
পাখির কলরবে দেখেছি , তোমার মনমাতানো সকাল
ঝিলে-বিলের পদ্মে দেখেছি তোমার নিস্পাপ সৌরভ।
'মা' তোমার শাড়ির আঁচলের  মহব্বত বড়ই মধুর
মায়ের মিথ্যা বলার ভিতরে সন্তানের রহস্যময় ভবিষ্যৎ লুকাইত।,
"মা"পৃথিবীর কোনো কিছুর সাথে নেই তোমার তুলনা
সুসন্তান যারা মা-বাবাকে কখনো তারা অবহেলা করবেনা।