তুমি নিশীথ ফুল সুবাস ছড়াও সারারাত
ভোরের পাখিদের কলতানে সুর মিলাও
আঁখি জল ফেল বিরহী প্রাণের উৎসবে
পাহাড়ি বাতায়ন ডানা মেলে উড়ে কাশবনে
দেখেছি অশ্রুপাতের ঝর্ণাতে রূপান্তরিত জল
ভেঙে যায় নি একূল ওকূল অস্থির ফোয়ারা মল
বকুল হাসে দু'কূল ভাসে সে জীর্ণ কূটিরে
তীর্থের মতো চেয়ে আছে গাঙচিলের থাবা
হেমন্তের শ্যামলে প্রভাতের প্রকৃতি যেনো মৃগ মায়া।