আলোর মাঝে অন্ধকার প্রেম
নদীর বুকে ক্ষনিকের অতিথি
হয়ে হাসছিল পূর্ণিমার চাঁদ
সেই চাঁদের আলোতে উজ্জ্বল নক্ষত্রগুলো
ডেকে বলছিলো -
প্রিয়া এসো মোর কাছে
আকাশ তাকিয়ে ছিলো বলে
প্রকৃতির নির্মল শোভা
সোনালী আভায় লুকিয়ে গেলো।
তিতাসের গতরে ছুঁয়ে
চাঁদ লজ্জায় শরতের বসুন্ধরাতে
মিলে গেলো
প্রজাপতির আশাতীত কল্পনা যেনো
বিঁধে রইলো ঝলমল জলরাশির
আঁকাবাঁকা উর্বিতে।
২_৮_২০২৩