পাহাড় যখন ছিলাম রোদের তিব্রতায় গরমে অতিষ্ঠ ছিলাম
আমার বুক ছিড়ে যখন দুষ্ট ইঁদুর গর্ত খুঁড়ত
তখন খুবই কষ্ট পেতাম
বিষাক্ত সাপ যখন গর্তে ঢুকতো তখন ভয়ে অজ্ঞান
হয়ে যেতাম
ভ্রমণকারীরা ভ্রমনে এসে খুন্তি দিয়ে আমাকে কেটে কেটে
পা ফেলার জায়গা করে নিতো উপরে ওঠার জন্যে।
তখন আমি কেঁদে কেঁদে বুক ভাসাতাম ব্যথায় ব্যতিত হয়ে মনে মনে ভাবতাম মহান আল্লাহ আমাকে পাহাড় না বানিয়ে যদি ঝর্ণা বানাতো খুব ভালো হতো।
হঠাৎ একদিন অনেক বড় মাপের ভূমিকম্প সংঘটিত হলে
কতক্ষনের  মধ্যে সবকিছু উলটপালট হয়ে গেলো আর আমি পাহাড় থেকে ঝর্ণাতে রূপান্তরিত হয়ে গেলাম।
এখন ঝর্ণাতেও আমার সুখ হলো না
ভ্রমন করতে এসে সারাক্ষন আমার বুকে সাঁতার কাটে
লাফালাফি করে, মাঝেমধ্যে দুষ্ট লোকেরা পশ্রাব করে দেয়,আরো কতকিছু আসয্য লাগে সবকিছু মিলিয়ে।
একদিন আমি ঘুমিয়েছিলাম এমন সময় এক শিয়াল
পানি পান করতে এলে কুকুর দাওয়া করলো।কুকুর, শিয়াল চেটেচেটে পানি পান করতে গেলে আমার ভীষণ রাগ লাগে অসয্য যন্ত্রণায় কাতর হয়ে রাগে ক্ষুব্ধ হয়ে নিলজ্জের মতন ভাবছি যাছিলাম তাই কি ভালো ছিলো?
।নাকি অন্য কিছু ভাববো কোথাও শান্তি দেখছিনা।সবই মনে হচ্ছে অশান্তির উৎপাদনকারী যন্ত্র।
ধৈর্য ধারণ করাই উত্তম--