চারিদিকে যেনো নিস্তব্ধতার নীলগিরি
তার মাঝে বৃক্ষদেবী কেতন উড়িয়ে
ভাগ্যবতী ফলা চাঁদকে ডাকছিলো-
হিমালয় অঞ্চলের কোকিলের বসন্ত মন
যেনো উষ্ণ প্রেম ছড়াচ্ছিল।
পাহাড়ি রাস্তাগুলো প্রশস্ত হলেও ভীষণ উঁচু
পায়ের গোড়ালির অবস্থা তেমন ভালো ছিলো না
বলে হাঁটতে খুবই কষ্টদায়ক
কিছুটা উপরে উঠতেই শ্বাসরুদ্ধকর কষ্টে পড়ে গেলাম।
সাথে পানি থাকলে-ও এরা কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
কিছু চাইতে গিয়ে ফিরে তাকাতেই ধপাস করে
গড়িয়ে নিচে পড়ে গেলাম।
কতক্ষণ অজ্ঞান ছিলাম হয়তোবা
ঠোঁট ফেটে রক্ত ঝরছিল একটি হাত নাড়াতে পারছিলাম না।
কান্না আসলেও বুকে ছিলো জলচর
তারপরে উদ্ধারের চেষ্টা চলছিলো
এখনো বেঁচে রয়েছে সেই ময়না পাখিটা।
(দার্জিলিং এর দৃশ্যময় ছন্দমালা)