সোনালী ধানের শুভ্রতায় প্রতিদিন ফুটে হাজারো ফুল
নিশীথ রাত,সোহাগ চাঁদ,তারার মেলা আকাশে।
রক্তিমা সূর্য লুকিয়ে থেকে চাঁদ মামার দেশে,
প্রদীপ শিখা হাতে নিয়ে জোনাকিরা নিশীকে ডাকে
বাতাসের সু-সু শব্দে তখন ঘুমন্ত পাখিরা উঠে জেগে।
ভোরে নদীতে চলে জোয়ার-ভাটার খেলা
সরষে ক্ষেতে হলুদ ফুল ভ্রমর নিচ্ছে মধু
নীল আকাশে মেঘ, উড়ছে বকের সারি।
কুমড়া ফুলে বৃষ্টির বসত, কদম কেয়া স্নানে মদত,
কোকিলের মধুর ডাক শুনে বিষ লাগে কাকের মনে।
পাপড়ি খুলে ডাকছে পদ্ম উথলে উঠে নীল মনি  
আকাশ ফুলের বনে সারস পাখির বাসা খানি।
শিশির ভেজা বাতাস যেনো উপড়ে দিবে এক্ষুনি
আজকাল প্রকৃতির কাছে অতৃপ্তি অভিলাষ
সব বর্ণনায় রয়েছে মায়ের ডাক মধুর হাসি
তবু নাই ছোঁয়া অগ্রগতিতে অবিনাশী।