ধূমকেতুর মতো উদিত হয়ে
বাংলার সাহিত্য গগনকে ছুঁয়েছ।
অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ
তুমি বিদ্রোহের বানী জাতিকে উপহার দিয়েছ।
তুমি বিদ্রোহী কবি তুমি সাম্যের কবি
তুমি প্রেমের কবি তুমি জাতীয় কবি।
ছোট কাল থেকেই তুমি ছিলে প্রতিভার অধিকারী
অসহায় মানুষের জীবন চিত্র অঙ্কনে তুমি মনোহরী।
তুমি কবি নজরুল ছিলে অপ্রতিদ্বন্দ্বীর স্তম্ভ
তোমার অগ্নিবীণা আমাকে করেছে ধ্বম্ভ।
  বল বীর চির উন্নত মন শির
  তোমার বিদ্রোহী চেতনাতে
  বাঙালিরা হয়েছে বিদ্রোহী বীর।
তোমার কবিতা, গান বাঙালিকে করেছে দুরন্ত দুর্বার
তুমি বাংলার দুঃখী মানুষের বেদনা পীড়িত আর্শিবাদ।
মানবের আত্মা এক হয়ে যায় তোমার লেখনীতে
মহা বিপ্লবী রণ-ক্লান্ত সৈনিক তুমি মানবের বেদনাতে
মানব প্রেমের সাথে ছিলো তোমার আত্মার সম্পর্ক
তুমি ছিলে মনবতার পূজারী যা করেছ অর্ক।
তোমার জ্ঞান তত্ত্বে মানবের উপরে কারো নেই স্থান
কবি তুমি মহিয়ান এই মর্ম তোমার লেখনীর স্লোগান।
দাসত্ত্বের বন্ধন থেকে মুক্ত করা ছিলো তোমার কামনা
কুসংস্কারের শিকল ভেঙে ফেলা ছিলো তোমার বাসনা।
তুমি বিদ্রোহী ভাবাপন্ন মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনী
তোমার অগ্নিবীণার সুর ঝংকারে প্রভাবিত হয় সঞ্জীবনী।
তোমার সঙ্গীতে ঝরে সর্বহারাদের কান্নার অশ্রু
পরাধীনতার বৃন্দাবনে আবদ্ধ বাঙালিদের নেই আস্র।
সাম্যবাদী কবিতায় মানবে মিশেছ তুমি নির্ভিক চিত্তে
তুমি প্রাকৃতিক সৌন্দর্যের প্রেম পূজারীর মৃত্তে।
এপার ওপার দু'পাড়ে ছিলে তুমি মধ্যমনি দৃষ্টি
নজরুল তুমি সৃষ্টি কর্তার এক আর্শীবাদী সৃষ্টি।
তুমি আমাদের প্রিয় কবি সবুজ-শ্যামলের ভিত্তি।
তুমি সোনার বাংলার বুকে আছ সম্মানিত কীর্তি।