তোমার শ্যামল শোভায় জড়িয়ে আছে আমার অস্তিত্ব
তোমার যৌবনা রুপের মঞ্জুরি ছড়িয়ে দিচ্ছ ফুলে-ফলে
তুমি সুকুমারী তুমি অনন্তকাল অর্জনকারী।
কখনো হওনা তুমি বৃদ্ধা থাকো তুমি তরণী
মাসে মাসে ফিরে আস নিয়ে রুপের ঝলকানি।
শেষের দাহে চৈত্রের আমন্ত্রণে দেখে যাও
ঝরা বকুলের হাসি-কান্না-
বাংলার মানুষের রত্নখনি বুকে খাঁটি ভালোবাসা
এই বলতে নেই মানা এই মোদের প্রত্যাশা।
জীবনের অগ্নিকুণ্ড নিভে গেলে আমিও লুকাবো
তোমার নিস্পাপ প্রেমের গহীন অতল গহ্বরে।
আমার অবুঝ মনের নিবিড় পরিচর্যা প্রেম
অপ্রকাশিত রনে উতলা হয়ে চঞ্চলতায় ভুগছে।
দেশপ্রেমের বিশালতার মধুরা সুর কেনো এতো
যন্ত্রণাদায়ক হয়ে আমাকে কাছে টানছে।
হে আমার প্রাণপ্রিয় জন্মভূমি, আমি আমার মায়ের মতন
ভালোবাসি তোমাকে।