তোমার তালবাহানায় অদৃশ্য কালোছায়া জড়িয়ে আছে
কোন সাগরের লোনা জলে ভাসছে তোমার ভেলা,
চোখ পড়িলে ধান শীষে দৃষ্টি যায় পদ্মা ঘাটে
হাওয়ায় চলে হুকুম গাড়ি মন বসেনা এই বাটে।
বাঁশ বাগানের সাদা বক উড়ে যায় কেনো অরণ্যে
চারিদিকে রঙের মেলা চাইনা কেউ আকাশ পানে।
কতো পাগল রাস্তায় ঘুমায় হাতে লয়ে একতারা
কৌশলের ফান্দে পড়ে সরল মানুষ পড়ছে মারা।
সুরাহা নাই এই সবের, কে বলে কার সমস্যা
নিজের চিন্তার নাই কদর কি হবে ভবিষ্যত।
এইতো মানবের আসল চরিত্র
বাক্যটি কঠিন হলেও--তাই পরিস্থিতির সুত্র।
আজ কেনো মানবে নেই মানবাধিকারের তন্ত্র
বুকেতে পাথর চাপা ফুটে না মন্ত্র।