কবিতা তুমি কবি মনের স্পর্শ
কবিতা তুমি কারো মনের সঞ্চারি,
কবিতা তুমি কারো মনের মাধুরি মিশিয়ে
রচনা করো কাব্যের জগৎ ময়।
হাজারো কলি ঝরে যাচ্ছে আসময়ের ঘূর্ণীপাকে
হাজারো ফোটা ফুলের পাপড়িতে মই চাপা পড়ছে,
রাতের আঁধারে নিঃশব্দে ফুটে হাজারো মাধবী
নিশীথের কালে তাদের  খুঁটেখুটে খায় দিশী রাজ।
সূর্যমুখী ফুল সূর্যরশ্মিতে নুয়ে পড়ে বেলা শেষে
চলার পথে কাছের মানুষগুলো ও দূরে সরে অবশেষে
তখন যদি না থাকে সুবাস তোমার পূজার আরতিতে
হেরেছ তুমি জীবনের তরে বিশ্বের লোকালয়ের পট-ভূমিতে।