তিতাসের বুকে যখন দু'পাশের অট্টালিকার ছায়া পড়ে,
আকাশ তখন দু'চোখ মেলে দৃষ্টি ফেলে
রাশিরাশি ঢেউয়ের বাঁকেবাঁকে।
ঝাঁকেঝাঁকে পানকৌড়ি ডুবাতে থাকে মাছ
শিকারের সন্ধানে নদীর কিনারে একপা জলে ফেলে নেশাতে রত থাকে শতশত নীরব বকের সারি।
পুলকিত মনে দাঁড়িয়ে  প্রকৃতির  সৌন্দর্যের
আয়নাতে যখন দেখি আমার মুখচ্ছবি
রজনীর আকাশে  দেখি রঙবেরঙের আঁকা ছবি।
আমার শিশির ভেজা মন তখন  আরো পুলকিত
হয়ে উঠে ---এই গোধূলি লগ্নে।