শিশিরের কথা...
পদ্মপাতায় শিশির জমে
স্মরণ করে উত্তল,
আঁখির কোণে অশ্রু কমে
হলো এলো কুন্তল।
শ্রাবণের গানে এলোচুলে
হীরের দুলের নাচ,
মুগ্ধ ঝলকে অলকমূলে
ভিজলো মনের সাজ।
প্রখর রৌদ্রে শিশিরশূণ্য
শুকনো সবুজ পাতা,
শ্রাবণের স্মৃতি পরম পুণ্য
দুমড়ে গানের খাতা।
শেষবেলাতে সন্ধ্যে যামে
পদ্মপাতার দেশে,
ভেতরঘরের শার্শি ঘামে,
শিশিরকণার বেশে।