আমার হৃদয়জুড়ে বাংলাদেশ,
সবুজে মোড়া সোনালি দেশ।
মাটির গন্ধে প্রাণ ভরে যায়,
এই মাটি আমার পরম আশ্রয়।
পাহাড়ে হাওয়া, নদীর স্রোত,
আকাশে মেলে শান্তির ঘ্রাণ।
জীবনের গল্প লিখে চলে,
মায়ের মতো দেশের টান।
সাহসী সৈনিক মাটির বুকে,
রেখে গেছে বিজয়ের দাগ।
স্বাধীনতার লাল সূর্যতলে,
কখনো নত হয়নি মাথার আগ।
প্রাণ যদি যায়, তবুও বলি,
দেশের জন্য ত্যাগ ধন্য।
বাংলাদেশ, তুমি আমার আশা,
তোমাতে খুঁজে পাই সব স্বপ্ন।