অকালে ঝরে পড়াই বাঁচা,
দিনে দিনে দগদগে ঘায়ে
তকতকে গ্যাংরিনে্র ছোঁয়া ।
ঘরে ঘরে শুয়ো পোকার চাষ,
কিলবিলিয়ে মাটি চেটেই বাস।


বৃষ্টির জলে রক্ত ধোয়াতেই মজা,
একে একে চুকিয়ে সময়ের ঋণ
ক্যান্সার থুতুতে এখন ভরা দিন।
খুঁচিয়ে খুঁচিয়ে জমিনেই লাশ,
মরণ জাগুক, দুর্গন্ধে প্রাণের সুবাস।