হলদে পাতারা রাত আলো করে আছে জেগে,
পাশে বয়ে চলা টেমসের ঢেউয়ে হিমের আঁচড়,
একা গাংচিল লেজ উঁচু করে রুদ্ধ আবেগে ,
মেঘদস্যুরা মুখে টেনে নিলো কালো চাদর।
দূর থেকে ওই হুইসেল বলে আছি তোর পাশে
বাসে বসে থাকা বুড়ো-বুড়ি চায় রোদেলা ভোর
ললিপপের ওই মোড়কে আটকে স্ট্রবেরি হাসে
চারিদিকে শুধু তরুন আর ওই নতুনের শোর।
আমি ও আমরা একদিন ঠিক অমনি উড়েছি
নানা ছন্দেতে আকাশ পরির মায়া আদর
এ বিশ্ব থেকে মহাকাশ ছেড়ে স্বপ্ন জুড়েছি
সে সব অতীত মৃত ভাবনারই হই হুল্লোর।
আমাদের যত প্রেম ভালবাসা কর্পুরে ভাসে
নীল কন্ঠির কন্ঠে জড়ানো মায়া নোঙর
চাঁদের আলোয় ছায়াসাথি হয়ে ক্লান্তিরা আসে
অমবস্যার অন্ধ চোখেতে আশার ঘোর।