বাদল দিনে মনে পড়ে ছেলেবেলা
মনে  পরে মাখনো কাঁদা গায়ে
মায়ের বকা !


বাদল দিনে মনে পড়ে ছেলেবেলা
মনে  পরে বৃষ্টিতে ভিজা !
মাখনো কাঁদা গায়ে ফুটবল খেলা,
আজ আর হয়না খেলা
হয়না খাওয়া মায়ের বকা !


আজ জানালায় বসে দাড়িয়ে
দেখি বৃষ্টিতে ভিজা সবুজ পাতা,
খুঁজি  সেই  ছেলেবেলা ।  


চলো ভিজি আজ বৃষ্টিতে
হয় আর সে কথা বলা !  


দল বেঁধে আর হয় না চলা  
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাঁধাতে
কাছে থেকেও আজ কত দূরে
সবই আজ স্থৃতিকথা ।


বাদল দিনে মনে পড়ে ছেলেবেলা
মনে পরে মাখনো কাঁদা গায়ে
মায়ের বকা  ।