“” থমথমে জীবনের বাঁকে , কিছু স্মৃতি জমা থাকে ,
কিছু কথা অবিরাম ডেকে চলে নিভৃতে ।
হয়তো নিখোঁজ মনের টানে , ভালোবাসার আহবানে ,
আজো আমি খোঁজে ফিরি তার পরিপূর্ন ভালোবাসাটাকে ।
বুঝতে পারিনা তাকে , বুঝা যায় না ,
হৃদয়ের রক্ত ক্ষরণ কেউ তো বুঝে না ।
কিছু কথা আজো লিখা হৃদয়ের পাতায় ,
একটা গোলাপ পাঁপড়ি আর কিছু নোনা জল ।
সে গুলো আছে আজো জমা ডায়রির পাতায় ।
চলে যাব বললেই তো যাওয়া যায় না ,
কিছু স্মৃতির টানে তোমার ঐ হাসির কাছে
হেরে যায় আমার সব অভিমান ।