আমি স্তব্ধ হই নি,
বরং তোমায় ভালোবাসার গভীর উপলব্ধিতেই
আমি হারিয়ে ফেলেছি আমার নিজেকে, আমার অস্তিত্ব কে,
আমি ডুবে গেছি, অন্ধ হয়ে গেছি তোমায় ভালোবাসতে বাসতে।


অমন মায়াভরা কণ্ঠস্বরে ভুলেই গিয়েছি -
ভুলে গিয়েছি পৃথিবীর চেনা সব মুখ সব কণ্ঠস্বর,
আর তাই বলেই তো ঠিক নিয়ম করে তুমি ছাড়া -
আর কারোর কণ্ঠস্বর শোনার জন্য ব্যাকুল হয়ে উঠিনা।


তোমাকে বলতে চাওয়া হাজারো কথাগুলো . . .      
কেন জানি না হারিয়ে ফেলি তোমার অজস্র কথার মাঝে
তোমার প্রতিদিনের কথার ভালো শ্রোতা হয়েই তো হারিয়ে ফেলি
আমার বলা না বলা সুখ - দুঃখের সব কিছু, ভুলেই যাই তোমার কথায়।  


সত্যি বলতে আজ এই টুকুই মনে করি যে -
ভালোবাসা সত্যিই ভীষণ সুন্দর আমার পবিত্র উপলব্ধিতে,
কোন স্বার্থ কিংবা শর্ত ছাড়াই যেখানে তোমায় ভালোবাসি ভীষণ,
তোমায় ভালোবাসার তীব্রতর এই ইচ্ছে গুলো আমার হারাবে না কখনোই,
মিশে থাকবে আমার নি:শ্বাসর সাথে আমার বিশ্বাসের সাথে অনন্তকালের জন্য।  


আমি এই অনুভুতিতেই গভীর ভাবে নীরব ,
আমি স্তব্ধ হয় নি, বরং আমি হারিয়েছি তোমায় ভালোবাসার লক্ষ্যে।