জীবন মানেই যুদ্ধ ক্ষেত্র
যুদ্ধ ছাড়া জয় নাই-
জীবন যুদ্ধে বাচতে হলে,
যুদ্ধ করেই বাচতে হয়।


জন্ম হতে মৃত্যু অব্দি
যুদ্ধ ছাড়া কিছুই নাই,
তবে এই জীবন যুদ্ধে-
করি মোরা কিসের ভয়?


বাবার যুদ্ধ সংসারেতে,
শিক্ষার্থীর যুদ্ধ লেখাপড়ায়,
জীবনের প্রতিটি ক্ষেত্রে...
যুদ্ধের কোন বিকল্প নাই।


খাওয়ার জন্য যুদ্ধ করে
খাদ্য মোদের আনতে হয়,
জীবন যুদ্ধে চলার পথে-
    যুদ্ধ ছাড়া গতি নাই।।


লেখাপড়ায় যুদ্ধ করে
সাফল্য মোদের আনতে হয়,
জীবন লক্ষে পৌছতে হলে-
এটাই সবচেয়ে বড় জয়।


বড় যুদ্ধ মনের সাথে
সহজে না পারা যায়,
এই যুদ্ধে হইবে যে জন বিজয়-
নেই তো তার কোনো ভয়,
কোনো যুদ্ধেই হবে নাকো-
    তার কোনো পরাজয়।


যুদ্ধ করো রিপুর সাথে-
সত্যে যদি বাচতে চাও,
এমন যুদ্ধ করো তুমি
মরেও যেন অমর হও।


জীবন যুদ্ধ করে গেছেন মুহাম্মদ,
এসে সত্যের সু-পথে.....
তাই তো আজও আছেন তিনি
         সব হতে অতুলনাতে।


যুদ্ধ করেছেন কলম দিয়ে
   -কবি কাজী নজরুল,
থেমে তিনি থাকেনি কভুও
দেখে কোন অন্যায় ভুল।


ভাষার যুদ্ধে জীবন দিল-
রফিক, সফিক অনেকে,
বহু রক্তে কিনলো শেষে
আজকের বাংলা ভাষাকে।


বলতে পারো?
আজ কিসের লাগি-
বলছি মোরা উচ্চস্বরে কথা,
অতিত যুদ্ধে তাকিয়ে দেখ;
       করুণ স্বাধিনতা।


সালাম গেলো, মুজিব গেল,
আরো গেল কত রে.........
সামনের দিকে চেয়ে দেখ'-
         যুদ্ধ ছাড়া আর যে -
            কিছুই নাহি রে।।