একুশ আমার স্বপ্ন ভরা
মায়ের মিষ্টি হাসি,
একুশ আমার মাতৃভাষার
মুক্ত বিহঙ্গ পাখি ৷


একুশ আমার মায়ের হাতের
রঙিন কাঁচের চুড়ি,
একুশ আমার প্রিয় ভাষায়
স্বাধীণ মনের বুলি ৷


একুশ আমার হৃদয়-ছোঁয়া
ভাটিয়ালী গান,
একুশ আমার প্রিয়জনের
আপন দেহের প্রান ৷


একুশ আমার নীলকাশে
মেঘের বিচরণ,
একুশ আমার বাংলা ভাষায়
সুধা আহরণ ৷


একুশ আমার মাতাল হাওয়ায়
উদাসী এ মন,
একুশ আমার ফাল্গুনী মায়ায়
ভালবাসার ক্ষন ৷


একুশ আমার কৃষক ভাইয়ের
একমুঠো ধান,
একুশ আমার বাউল মনে
সুরের ঐক্যতান ৷


একুশ আমার কল্পনাতে
রংধনুর দেশ,
একুশ আমার পল্লী-গায়ের
নববধূর কেশ ৷


একুশ আমার ভাষা-তরীর
জাগরণের পাল,
একুশ আমার ঊষার আলো
জীবন তরীর হাল ৷


একুশ আমার বেদনা-চরে
চেতনারই গান,
একুশ আমার মুক্ত কণ্ঠে
ধ্বনিত এই প্রান ৷


একুশ আমার সবুজ বনে
পাখির উড়াউড়ি,
একুশ আমার রক্তসিক্ত
ফুলের ছড়াছড়ি ৷


একুশ আমার স্নিগ্ধ পরশ
ষড়-ঋতুর দেশ,
একুশ আমার নব যৌবনে
দৃঢ় প্রত্যয়ের বেশ ৷


একুশ আমার অথৈ জলে
পবনেরই ঢল,
একুশ আমার মায়ের কাছে
আদরমাখা ছল ৷


একুশ আমার স্বপ্ন ঘিরে
ডানা মেলা পাখি,
একুশ আমার হৃদয় নিংড়ানো
মিষ্টি-মধুর হাসি ৷


একুশ আমার হিয়ার মাঝে
জেগে উঠা চর,
একুশ আমার হাসি-কান্নায়
রইবে জীবনভর ৷


একুশ আমার ভাষা-সৈনিকের
বুলেট ঝাঁঝরা বুক,
একুশ আমার বোনের চোখে
অশ্রু-ঝরা সুখ ৷


একুশ আমার মানসপটে
আঁকা-বাঁকা সিঁথি,
একুশ আমার শহীদ ভাইদের
রক্ত-ঝরানো স্মৃতি ৷