এসো বৃষ্টি এসো তুমি   ঝরো অঝোরে
এসো বৃষ্টি এসো তুমি   আমার শিকড়ে।


যাচ্ছে ঝরে আজ আমার  পাতা সকল;
ঝরে তো গেছেই আমার ফুল আর ফল।
তোমার করুণা অভাবে  এ দেহ কাষ্ঠ প্রায়;
কাঠঠোকরার ঠকঠকে  আজ ভগ্ন এ হৃদয়।


ও বৃষ্টি তুমি যদি আসো আমার শুষ্ক প্রায় মূলে
এ জীবন আমার উঠবে ভরে  ফল আর ফুলে।
ধরবে ডালে কত পাতা ফুটবে  কুঁড়ি কত!
বসবে এসে আমার ছায়ায় ক্লান্ত পথিক যত।
আসবে উড়ে পাখি কত বাঁধবে  বাসা ডালে;
প্রেমিকের ও অপেক্ষা রবে বসে আমার তলে।


এসো বৃষ্টি তুমি এসো ভালবেসে–
দিয়ে যাও তোমার ওই সঞ্জীবনী ধারা
তোমার পরশে সৃ‌ষ্টি সুখের উল্লাসে
জীবন হোক ফের আকুল পাগল-পারা।