নীরবতা ভেঙে যখন তুমি দেখতে পেলে-
এক চিলতে আকাশ
কী দারুণ ভাবে তোমায় দেখছে।
কখনো সাদা, কখনো নীল, কখনো কালো মেঘে আচ্ছন্ন হয়ে
কখনো তুলোর মতো ভেসে ভেসে
ভালো লাগার জন্য আর কী চাই।
ক্ষণিকের তরে আমায় নিয়ে গেলে তোমার কাছে
ভেবে পাই না কী মায়ায় তুমি জড়ালে আমায়
তোমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে।
কী সৌম্য তুমি
তোমার চকিত চাহনি দিয়েছে আমায় বুক ভরা ভালোবাসা
তোমার সমস্ত রঙ আমার মনকে করেছে রঙিন
অজানা সব কষ্টগুলো সাইমুম ঝড়ের মতো ভাসিয়ে নিয়ে গেছে।
হাসতে হাসতে শিখিয়ে দিলে প্রশস্ত করো মন
আকাশের মতো বিশাল হওয়ার বীজ করো বপন।
নিত্য আমায় বন্ধু ভেবে দেখছ আর হাসছ
মনের গহীনে রংধনু দিয়ে আমার ছবি আঁকছ
দূরের ভাবনাগুলো কে  আপন করে কাছে টানছো
সে যে আমার এক চিলতে আকাশ।
রোদেলা আকাশের মিষ্টি হাসিতে হারাবার নেই অবকাশ
রেখে গেলে শুধু আমার ভালোবাসার এক চিলতে আকাশ।