আমাকে দুমুঠো ভাত দাও
অনেক দিন ধরে পেট পুরে খাইনি ।
ক্ষুধার তাড়নায় রাস্তায় রাস্তায় ঘুরছি,
যার কাছেই ভাত চাইছি সে তাড়িয়ে দিচ্ছে ।
আমিত ঐ বড় দোকানের কোন খাবার চাইনি,
চেয়েছি দুমুঠো ভাত,
যা আমার দেশের মাটিতে নিরলস ভাবে চাষ হচ্ছে বছরের পর বছর ।
আমাকে বিধাতা এতই গরীব করে পাঠিয়েছে,
যে দুমুঠো ভাত কেনার সামর্থ্যও আমার নেই,
দাওনা দুমুঠো ভাত ।
ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না,
কান্নাও আসে না আসবে কোথা থেকে-
কান্না করার জন্য যে শক্তিটুকু প্রয়োজন সে শক্তিটুকুও আমার নেই ।
ভাতের জন্য আজ আমি ভিক্ষুক
আমার এ ভিক্ষাবৃত্তি শুধু মৌলিক চাহিদা পূরণের জন্য ।
কিন্তু আজকাল পত্র পত্রিকায় এবং টেলিভিশনে দেখতে পাই,
মানুষ অনেক কিছু ভিক্ষা চায়,
যা মৌলিক চাহিদার মধ্যে পরে না,
সেই সব ভিক্ষুকরা আবার শ্যুট টাই পরে
দামী বিএমডব্লিউ গাড়ি হাকিয়ে ভিক্ষা করতে যায় ।
তাদেরকে অবশ্য আমার মত হাঁটার কষ্ট করতে হয় না,
তাদেরকে অবশ্য কেউ দূর দূর করে তাড়িয়ে দেয় না,
কী করব সবই আমার কপাল
আমাকে দুমুঠো ভাত দাও,
আর সহ্য করতে পারছি না
হাজার বছরের অভিশপ্ত ক্ষুধাকে ।
হে পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারি
তুমি ভিক্ষুকদের মধ্যেও রেখেছ বৈষম্য ।
আমি বৈষম্যকে মেনে নিব,
যদি তুমি দুমুঠো ভাত দাও আমাকে এ মুহূর্তেই,
আমার ক্ষুধার জ্বালা নিবারিত হবে
ভাতের সাথে বৈষম্যকেও চিবিয়ে খেয়ে ফেলব ।