রাত পোহাইলে সকাল হবে
আর বেশি দূরে নয় বাংলাদেশের সীমান্ত ।
সাত দিন ধরে জীবন বাঁচাতে শুধু হাঁটছি আর হাঁটছি
পেটে কোন খাবার পরেনি তিন দিন হল ।
জীবন যে কত মূল্যবান তাই শুধু ভাবছি
চোখের পানির সাথে পুরনো দিনের স্মৃতিগুলো বেয়ে বেয়ে পরছে।
আর কী ফিরে যেতে পারব আমার স্মৃতির বাড়িতে
যেখানে আমার শৈশব কৈশোর যৌবনের সব স্মৃতি রয়েছে।
কাছের কোন মানুষ নেই সবাই মৃত
বর্বরতার জ্বলন্ত সাক্ষী আমি
বেঁচে থেকেও আমি এখন মৃত
চোখের সামনে তিনটি সন্তানের লাশ
স্বামীকে আগুনে পুরিয়ে মারা হল
দুধের বাচ্চাটাকেও রেহাই দেয়নি তারা
নিক্ষেপ করল জ্বলন্ত আগুনে ।
তারপর আমার শেষ সম্বল টুকুও নিয়ে গেল
যা নিয়ে গেলে একটি নারীর আর কিছুই থাকে না
তবুও আমি বেঁচে আছি
জীবন বাঁচাবার সংগ্রামে অবিরত ।