আকাশটাকে মনে হচ্ছে ক্যানভাস
রং তুলি দিয়ে যদি ঐ আকাশে ছবি আঁকতে পারতাম
তাহলে দেখতে পেতে তোমার মুখশ্রী কত সুন্দর।
ঝরণার অবিরত জলপতনের আওয়াজকে যদি আয়ত্ব করতে পারতাম
তাহলে বুঝতে পারতে তোমার নিশ্বাসের শব্দ কত গভীর ভাবে বাজে আমার হৃদয় গহীনে।
শিশির বিন্দুগুলোর মত যদি আয়ত্ব করতে পারতাম সবুজ ঘাসকে আলীঙ্গন করার প্রক্রিয়া
তাহলে বুঝতে প্রিয়া আমার হৃদয়ের ক্রিয়া প্রতিক্রিয়া।
নদীর মত যদি সাগরের সাথে মিলিত হওয়ার সুযোগ থাকত
তাহলে বুঝতে পারতে তোমার মধ্যে হারালে আর নিজেকে খোঁজার চেষ্টা করতাম না।
বসন্তের কোকিলের মত যদি মিষ্টি স্বরে গান গাইতে পারতাম
তাহলে দিবানিশি শুধু তোমার নাম জপতাম।
অবাক হওনি তুমি; শুধু ভাবছ এত বাতুলতা
তোমাকে পাওয়া বা না পাওয়ার জন্য নয় এ ব্যাকুলতা
ভালোবাসা যেন পথ না হারায়
হৃদয় যেন বাধা না দেয়
সময় যেন থমকে না দাঁড়ায়
আবেগ যেন ভারাক্রান্ত না হয়
বাস্তবতা যেন দিক না বদলায়।