আমার মনে হাজারো প্রশ্নের ঘর।
যে ঘরে রয়েছে অনেক অজানা প্রশ্নের সমারোহ
উত্তর পাওয়ার আশায় প্রতীক্ষার প্রহর গুনছে।
হাজার বছরের অতিক্রান্ত পথকে প্রশ্ন করি
তুমি কি পথের দেখা পেয়েছ।
বাতাসের মাঝে মিশ্রিত ধূলিকণাকে প্রশ্ন করি
তুমি কি বাতাস কে অনুভব করেছ।
রাতের নির্জনতা কে প্রশ্ন করি
তুমি কি আঁধারের মাঝে আলোর দেখা পেয়েছ।
মরুভূমির তপ্ত বালুকণাকে প্রশ্ন করি
তুমি কি আরও উত্তপ্ত হতে পার না।
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা কে প্রশ্ন করি
তুমি কি জ্বালিয়ে দিতে পার না আমাদেরকে।
প্রশ্নের পরে প্রশ্ন ভেসে আসে মনে
যেমন করে দিগন্ত বিস্তৃত আকাশের মাঝে মেঘ ভাসে।
মনে হচ্ছে সব প্রশ্ন আবোল তাবোল
তাই বলে কি এগুলো প্রশ্ন নয়।
আমি জানি জানার মাঝে অজানাই প্রশ্ন,
দ্বিধা দ্বন্দের মাঝখানে বাস করাই প্রশ্ন,
সরল গরলের মিশ্রনই প্রশ্ন,
আদির মাঝে অনাদিই প্রশ্ন,
কষ্টের মাঝে সুখই প্রশ্ন,
প্রশ্নের পরে প্রশ্ন ভেসে আসুক মনে,
উত্তর শুধু ভাববো নির্জনে।