ভাষা মতিন তোমার মহাপ্রয়াণে বাঙালী জাতি আজ মর্মাহত।
বুকের ভিতরে অজস্র ভাষার ক্রন্দন চলছে অবিরত।
তুমি শুধু বাংলা ভাষা কে অধিষ্ঠিত করোনি সম্মানিত স্থানে
পৃথিবীর সমগ্র ভাষা কে করেছ মহিমান্বিত
পৃথিবীতে প্রচলিত প্রত্যেকটি ভাষার বর্ণমালা
নিবেদন করছে তোমাকে শ্রদ্ধান্জলী।
তুমি হয়ত দেখতে পাও নি
কিন্তু অনুভব করতে পেরেছ।
সময়ের সাহসী সৈনিক তুমি
তাইত অতিক্রম করতে পেরেছ সহস্র বাধা বিপত্তি।
বায়ান্ন র ভাষা আন্দোলন থেকে
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সংগ্রামে র পথচলা।
দিয়ে গেলে বাঙালী জাতি কে তোমার সর্বশ্রেষ্ঠ দিনগুলি
যে দিনগুলি হতে পারত শুধু তোমারই
তুমি হতে পারতে বিত্ত বৈভবে ভারাক্রান্ত একজন মানুষ
তুমি হতে পারতে চাটুকার
তুমি মিশে যেতে পারতে সুবিধাবাদী দের দলে
কিন্তু তুমি হলে ইতিহাসের সূর্য সন্তান।
তোমার মৃত্যু দিয়ে গেল মোদের আমৃত্যু প্রেরণা
তোমার মহাপ্রয়াণে তাই-
দুচোখ ভরে আসে জল, বুকেতে বারে আরও বল
দিয়ে গেলে শুধু আমাদের, করে গেলে ঋণী
তোমার অর্জিত বাংলা ভাষার মান হতে দিব না ম্লান।