তুমি দেখেছ কি সূর্যোদয়
প্রভাতের অভিনয় ।
শিশির ভেজা ঘাসের মাঝে রোদের ঝিকিমিকি খেলা
ভোরের বাতাসে ধানের ক্ষেতে অবিনাশী দোল
আঁকা বাঁকা মেঠো পথে হেটে যাওয়া কিশোর কিশোরীর দল
বটের ছায়ায় ক্লান্ত হয়ে ঝিমিয়ে বলা কৃষকের বোল
পিঠে পুলি আর পাটিসাপ্‌টা দুধচিতলের ডুবে থাকা
মোরগ ষাড়ের খেলার ছলে বেচে থাকার লড়াই
কৃষকের উঠানে পুঁথি পাঠের আসর
জারি সারি ভাটিয়ালির বেদনার সুর
গ্রাম্য বধূর ঘোমটা দেয়া লজ্জাবতী মুখ
বৃষ্টি ভেজা অলস দুপুরে নকশী কাঁথায় ফোঁড়
তপ্ত দুপুরে নদীর জলে দামাল ছেলের অদম্য সাঁতার
বাথানে বসিয়া রাখাল ছেলের কলঙ্কিনী বাসির সুর
গো মহিষের শকটে ভারী বোঝার আর্তনাদ
তীব্র দহনে চাতক পাখির বৃষ্টির তরে হাহাকার
নদীর জলে ভেসে আসা ভাটিয়ালীর সুর
গ্রাম্য মেলায় পুতুল নাচের আসর
স্মৃতির পাতায় ভেসে উঠা অজানা কোন শহর।
জীবন নদীর বাঁকে খুঁজবে শুধে খুঁজবে
না দেখা সব দেখা গুলো বুঝবে শুধু বুঝবে।