হে নদী তোমার পথচলা কে স্বাগত
তোমার মত স্বাধীন ভাবে আমরা পথ চলতে পারি না।
তোমার যেরকম জোয়ার ভাটা রয়েছে
আমাদের তেমন রয়েছে উত্থান আর পতন।
তোমার গতিপথ কে যেমন বাধাগ্রস্ত করা হচ্ছে
আমাদের কে করা হচ্ছে ভিন্ন পথে ধাবিত।
হে নদী তুমি পথ চল নীরবে নিভৃতে আনন্দের মাঝে
আর আমাদের পথ চলা শুধুই বিষাদের।
তোমার বুকের অমৃত ধারা থেকে উর্বর হচ্ছে পৃথিবী
আর আমাদের বুকের সুপ্ত লালসা থেকে ধ্বংস হচ্ছে পৃথিবী।
হে নদী তুমি কী পার না সব কিছু ধুয়ে মুছে ফেলতে
তুমি কী পার না আমাদের কে শীতল করতে
তুমি কী পার না আমাদের কে উদার করতে
তুমি কী পার না আমাদের কে বিষ মুক্ত করতে
তুমি কী পার না আমাদের কে গতিময় করতে।
জীবনের প্রতি ক্ষণে চলিতে চাই তোমার মত-
বাধাহীন অবিরত।