ব্যাথার নদী পাড়ি দিয়ে আমি হাটছি
স্মৃতির আকাশে ভাসছে শুধু তোমারই ছবি।
নয়নের মাঝখানে টলটল করছে বেদনার জল
সে জল রুখব আমি নাইত কোন বল।
কথায় কথায় শুধু ধরে আসে গলা
বুকে বাড়ে শুধু না পাওয়ার জ্বালা।
কোথায় তুমি, বড় অচেনা লাগছে তোমায়
শত জন্মের বিবেধ জন্মেছে তোমায় আমায়।
জানি তুমিও কাঁদ নীরবে নিভৃতে
কান্নার জল নাইবা পড়ল এই নিষ্ঠুর ধরণীতে।
হয়ত আবার দেখা হবে প্রেয়সী ও পারের কোন গাঁয়েে
আবার আমরা গাইব মিলনের গান সুখের পায়রা উড়ায়ে।