বাংলা আমার আমি বাংলার
সে যে আমার জন্ম জন্মান্তরের অহংকার।
ইতিহাসের আঁকা বাঁকা পথ বেয়ে বাংলার পথচলা
সুজলা সুফলা শস্য শ্যামলা এ বাংলা যেন পৃকতির বরণডালা।
কথা কবিতা গীত আর গল্পে আবৃত বাংলা মায়ের সন্তানের মন
তাইত ভিনদেশীরা আপন মনে করেছে শোষণ।
বিদ্রোহের দানা বেধেছে বাঙালীর মনে
দামাল ছেলেরা জীবন বাজি রেখেছে বাংলা মায়ের সনে।
ভিনদেশীদের তাড়ানোর জন্য করেছে স্বদেশী আন্দোলন
বাংলা ভাষার জন্য তাজা প্রাণ করেছে বিসর্জন।
এক সাগর রক্তের বিনিময়ে এনেছে স্বাধীনতা
এ মাটির প্রতিটি দানায় মিশে আছে বাংলা মায়ের মমতা।
এ দেশের বাতাসে মিশে আছে লক্ষ শহীদের স্নিগ্ধতা
এ দেশের শিশুর হাসিতে ভাসে জয় বাংলার সুর
এ দেশের কিশোর খেলার ছলে সংগ্রামে মেতে উঠে সমরে
এ দেশের কিশোরী আনমনে প্রেরণা যোগায় ভাঙতে শোষণের শিকল
এ দেশের যুবক সংসপ্তক অবিকল
এ দেশের যুবতী করেছে আকুতি বিধাতার কাছে দেশ মাতার কল্যাণে
এ দেশের বৃদ্ধ কাঁদছে নীরবে যুবকের মত যুদ্ধে যাবার জন্যে।
বাঙালী তুমি বেঁচে থাকবে বিজয়ের আনন্দে
শত সহস্র বাধা বিপত্তি পিষ্ঠ করে সানন্দে।
বীর বাঙালী গর্জে উঠ গাও জয় বাংলার গান
আমার সবাই বাংলা মায়ের সন্তান ।