ফানুসে ফানুসে আকাশ সাজায় প্রতিবেশী,
ম্যাজিকে ম্যাজিকে আনন্দ বেচে ভিনদেশী।
এমনতো মন থাকে ঘর-চড়ুইয়ের কাছে ঋণ,
কিছু তো সুখ রাখে টেবিলের সিনেম্যাগাজিন।


শহরে একটা গল্প করার তোতা দাও;
একটা পিয়ানোর স্কুলে আমায় পাঠাও;
শহরে এক জোড়া মায়াবী চোখ এনে দাও;
ঘরে ঘরে যোগাযোগ,রঙিন ডাকবাক্স বসাও।


বাতাসে ভেসে ভেসে শুকনো হাসির নোনা ঘ্রাণ,
সারাবেলা গ্রীল ধরে পথ চেয়ে বসে থাকা প্রাণ।


ঘরে ফিরে প্রিয়মুখে একফালি রোদ মেখে দাও,
এ রাতে হাত ছুঁয়ে গল্পের আসর জমাও।
প্ল্যাকার্ড হাতে করে আনন্দ মিছিলের তেজ,
স্টেশানে স্টেশানে "আমাদের হাসি এক্সপ্রেস!"