এক ভোরে
আকাশ আলোটা হুট করে
বৃদ্ধ কুটিরের মেঝেতে,দেয়ালে আলপনা হয়ে যায়।
এক প্রহরে
হঠাৎ ভীষণ ঝড়ে
পৃথিবীর জমে থাকা সমস্ত ক্ষত সেরে যায়।


এক শীতে
একটু উষ্ণতা দিতে
হুলো বিড়াল গায়ের পশমে মিশে যায়।
এক ডায়রিতে
একটা হাসির দাগ দিতে
সব জানালা খুলে গেছে হাসিমুখের ফোয়ারায়।


এক বুকের খাঁচায় থাকে টলমলে জলের দিন
তবু ঘাসফুল ঢেকে দেয় বুকের সবটা জমিন।
যত নীল নীল বিষ নেমে রক্তের স্রোতে মিশে যায়,
তত বসন্ত নেমে এসে পৃথিবীতে বসতি বানায়