মাটি ফুঁড়ে ইট-পাথরের দিনকাল;
এ হওয়ারই কথা,
সময়ের এমনই খেয়াল।


উপড়ে যাবে এক ডাল বকুল;
পেইন্টিংয়ে বেঁচে থাকে দুটি পাতা,ফুল;
ঘরদেয়ালের গায়ে সবুজ কারুকাজ
আমাদের এনে দিতে পারেও ‍মুকুল!


তোমার জন্যে আজ
হে প্রিয়! আনিয়াছি এক বৃক্ষ উপহার,
তারে ভালবাসা দিও,
তারে দেহখানি দিও,
তোমার উদরে তুলে নিও তার প্রজন্মের অধিকার!