ডানা আর ডানা উড়তে জানে
মানুষের দেশে দেশে-
জানালায় তাঁর পালকের আঁশ
দুলে আজো বাতাসে।
মাথার ভেতর বিভ্রম জাগে
কাকে ভেবে ভুল করি?
আমার ডানারা আনাঢ়ি ভীষণ
উড়ে পালাতে না পারি।


ডানা উড়ে আকাশে,আর
ডানা খুঁজে আকাশে।


আকাশের দেশ,মানুষের দেশ,উড়লে এ বাতাসে;
শরৎের দিন,জোৎস্নার রাত তোমাতে নেমে আসে;
কারা যেন আজো ডানা ঝাপটায়,বাতাস উঠেনা হা-রে!
কারা যেন আজো আমাদের দেশে খুঁজে খুঁজে ফিরে কারে!


ডানা উড়ে আকাশে,আর
ডানা খুঁজে আকাশে।