এক সুরমা রঙের সন্ধ্যা নামত দেশে;
হাজার আকাশ
হাজার পর্দা শেষে - যত সোনালি কিংবা রুপালি তারাফুল,
ফুলের মত তারা
কিংবা তারার কুঁড়ি-মুকুল।


এক শিশু ঘুমাত গল্প শুনে শুনে,
একটা আড্ডা জমত ছাদের একটা কোনে,
এক প্রেমিকা এসে দাড়াত সংগোপনে
সে রাতে আকাশ-তারার আলিঙ্গনে।


এ রাতে এ শহুরে আলোরা বিপ্লবে জ্বলে উঠে,
এ রাতে এ শহুরে আলো তারাদের আলো লুটে,
এ শহর বোকা হাসে অজস্র রঙিন বাতির ভীড়ে
তবু আলো নাই তবু আলো নাই - আলোর তৃষ্ণা কেঁদে ফিরে।


একটা আকাশ কেনা দরকার
একটা তারার আলো এনে দাও,
একটা তারা কেনা দরকার
একটা অযথা-বাতি যদি নিভিয়ে নাও....


একটা তারা কেনা দরকার
এই আলো দূষণ যদি কমিয়ে দাও...