আমার কবিতা ফুল কুড়াতে গেল
পূবে,পশ্চিমে,উত্তরে,দক্ষিনে,
পৃথিবী জানাল,“আবাদ হয়না ফুল,
নিতে পার যত হিংসা,ঘৃণা আর গোলা-বারুদের অজস্র মুকুল!”


কবিতা যখন রঙিন হতে গেল
‘অ’ থেকে ‘ঔ’, ‘ক’ থেকে 'ঁ' - রঙিন হল,রঙিন মানে লাল,
লাল মেখে নিয়ে দেশ,মাটি, প্রান্তর,
লালে নেশা তুলে সাজার খেয়াল।


কবিতা আমার মানুষ বেড়াতে গেল
এ ঘর,ও পাড়া,দেশ থেকে প্রান্তর -
মানুষইতো তবু নয় শেষে এক জাত,
সাদা,কালো,ধনী,গরীবের ভেদাভেদ
নারী,পুরুষ আর জাতি,জাতি সংঘাত।


কবিতা যখন ভালবাসা খুঁজে ফিরে
পূবে,পশ্চিমে,উত্তরে,দক্ষিনে -
ভালবাসা খুব কোমলের ডাকনাম,
শরীর,শরীর,শরীর কিংবা মন; নাকি পাঁকা-হাসি এনে দেয়া সংগ্রাম?


ভালবাসা,ফুল,মানুষ,রঙিন পিচ
ক্লান্ত কবিতা,ভাঙা ভাঙা দুটি শীষ,
ভয় পাওয়া পাখি,জ্বলে যাওয়া নীলাকাশ
জ্বলে যাওয়া কিবা পালিয়ে বসবাস।


কবিতা কিংবা কবির বনবাস,
জ্বলে যাওয়া কিবা পালিয়ে বসবাস।