কথাবন্ধু
শুভ সকাল.


দু চামচ রোদ আর
মিহি করা কুয়াশায়
নয়টার চা'টা ভারী টেষ্ট,
ওরাল-বি ইরেজার
জিভে নিয়ে কতবার
সিনডোনিক টুথ পেষ্ট!
.
কথাবন্ধু
এ ঝলমলে রোদ ছুঁয়ে দেখো
পাশে টবের ফুলটা ধরে দেখো
আর একটা কথা মনে রেখো,
মনে রেখো যেটা আজো ঠিক জানিনি
শোনো মনে রেখো যে কথাটা ঠিক বুঝিনি
ব্যস! চুপচাপ নাও পড়া শেখো...
.
কথাবন্ধু,
শুভ দুপুর
শুভ দুপুর।
.
গল্প নাটক কিবা ঘুমে,
করিডোর কিচেনে বা রুমে
দেখো উঁকিঝুকি চোরা রোদ এসে গেছে।
চড়ুইয়ের লেজ ছুঁয়ে জানালর গ্রীল ছুঁয়ে
সকালের সে রোদ টা এসে গেছে।
.
কথাবন্ধু,
এ রোদে পোড়া গ্রীল ছুঁয়ে দেখো
আর কত রঙ সেই রোদে দেখো,
শতরঙ রঙচটা কত রঙ সং
তবু আঙ্গুলে সে রোদে কিছু এঁকো।
যে রোদের রংতুলি ঠিক জানিনি
আর যে আলোতে বিম্ব ঠিক দেখিনি
ব্যস! আঁকা হলে রংতুলি রাখো।
.
কথাবন্ধু
শুভ রাত্রি
শুভ রাত্রি
শুভ রাত্রি।
.
ফিন্যান্স বাংলা ইতিহাসে
সব রোদ গেছে মিশে
রাত্তি টা এলো তাই.
কিছু রোদ তবু আছে
ল্যাম্প এর সাদা গ্লাসে
রাত্তি টা যাবে তাই।
ভবঘুরে জোনাকি এই বুঝি আলো জ্বেলে
নিভে নিভে উড়ে চলে
ভবঘুরে বুঝি তাই.
ভবঘুরে উড়ে উড়ে
তোমাদের আসে পাশে
শীত আর পরিহাসে
ভবঘুরে বুঝি তাই..
.
তবু একটা কথাই মনে রেখো......
-
-
বাদ দাও
শুয়ে নাও।