অল্প শোকে কাতর যখন হইনা,
অধিক শোক আর পাথর করে দেয়না,
তখন নিশ্চই মাতাল হয়েছি।
তোমরা তুলবে অনুভূতির একশ দশটা প্রশ্ন,
আমি সত্যি যা তাই বলে দিয়েছি!
এই চিনি ঘোলা জীবন সাদা হয়না,
তাই ঘোলা চোখেই আঁধার সয়ে যাই।
আমি পারফিউমের বাতাস ছুঁয়ে ভাসতে তো আর চাইনা।
শুধু সহজ করে বলে দিতে চাই,
"আসমানে পাখা মেলি অন্তরে অন্তরে..."


সহজ বানান,সহজ গল্প, সহজ কবিতা।
সহজ ভাবে বাঁচতে চাওয়া সহজ ছবিটা,
শিক্ষা-দীক্ষা অফিস ব্রিফকেস আজকে ওসব থাক।
আমিষ,ডালভাত,মুখের হাসি রক্তে মিশে যাক।
আর নতুন করে কি আছে বলার?
আর কি চাই বল কি থাকে পাওয়ার?


জানিনা কোন সুরে ভূলে
তোমরা আমার পাশে বস,
তুমি আমার ঘাসে নাম,
আর আমি আমার ভেতর যাই লুকিয়ে যাই!
তোমাদের মানুষ মানুষ ভাব
আমাতে মনুষ্যের অভাব!
আমি মুখ বাড়িয়েও আড়ালে লুকাই।


কী জানি কোন মেরূর বায়ে,
ছেড়া ফাটা চামড়া গায়ে।
বসন্ত আসুক চাইনা থাক,
চাইনা রক্তে নাচন পাক।


আর ছাড়িয়ে নিলাম সব সুখের দোহাই!
তাও ভালো আছি পকেট ভরা ছাই।
ফাকা বুকের ভেতর গুনগুনিয়ে গাই,
"আসমানে পাখা মেল
অন্তরে অন্তরে..."