যখন কলমে-কালিতে ছাপে দিনকাল,
কাঁটা,ঝাটা,ফুল-
মানে,পাতায় পাতায় সময় সাজাতে আমি ব্যাকুল!
যখন ফিলসফি আর প্যারাডক্স এ বাধে তুমুল-
মানে,খোঁচাতে খোঁচাতে যুদ্ধ বাঁধাতে জুড়ি অতুল!
এ করেই পান্তা খাবার
হয়না সাবার, ণ-ত্ব বিধি চায় চড়াতে শুল!
.
চলে যাই রূপকথায়-
গুনি সাত সাগরের স্রোত।
কিংবা প্রেমের গলিতে,শুরুর  কলিতে
শাহজাহানের ভূত!
এভাবেই চলার বায়না,
থামতে চায়না,
বলতে পার অভ্যেসটা অদ্ভূত!
.
যখন কবিতার পাতা ছবি হয়ে যায়-
সৃষ্টির সুখ!
অর্থাৎ কলমে-কাগজে-কবিতার  ঠোটে কথা ফুটুক।