জানা গেছে,যে ভালবাসা হয়ে গেছে খুন,তাতে গোলাপের ঝাঁঝ-
বয় ঝাঁঝালো বাতাস।
এই ঝড়ে,বৃষ্টিতে নেমে গেছে শতশত লাশ
করে বাঁচার প্রয়াস।
জেনে গেছে গল্পের ভাষা,
জেনে যায় ক্লান্ত যত আশা,
জেনে যাই,জেনে যাও-যুদ্ধ কিংবা ভালবাসা।


কী পেতে ছুঁয়ে গেল আকাশের নীল
ডানা ভাঙা শঙ্খচিল।
কী শ্রাবনে ক্ষয়ে ক্ষয়ে গালের তিল
তবু টলেনা পাঁচীল।
ডেকে যায় কবিতার ভাষা,
ডেকে যায় বিপ্লবী আশা,
ডেকে যায়-
বন্ধু শোনো! যুদ্ধ কিংবা ভালবাসা।


শোনা গেছে,যে ভালবাসা হয়ে গেছে খুন,তাতে গোলাপের ঝাঁঝ-
বয় ঝাঁঝালো বাতাস।
ভেঙে যেতে পারে আকাশটা,থেমেও যেতে পারে শ্বাস
তবু বাঁচার প্রয়াস।